চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম চন্দ্রের দক্ষিণ মেরুতে ২০২৩ সালের ২৩ আগষ্ট বিকেল ৬টা ৪ মিনিটে সফলভাবে অবতরণ করল।Chandrayaan-3-mission

চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম চন্দ্রের দক্ষিণ মেরুতে ২০২৩ সালের ২৩ আগষ্ট বিকেল ৬টা ৪ মিনিটে সফলভাবে অবতরণ করল

চন্দ্রযান-৩ মিশন 

ভারতের পাঠানো চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম ২৩ আগষ্ট চন্দ্রের দক্ষিণ মেরুতে বিকেল ৬টা ৪ মিনিটে সফলভাবে অবতরণ করল।এই নিয়ে সাড়া বিশ্বে হৈচৈ আর টান টান উত্তেজনা আর মহাকাশ প্রেমী  কৌতুহলী উৎসুক বিজ্ঞানী ও জনতার সমালোচনা। 

এখন  সারা বিশ্বে ভারতই একমাত্র দেশ যা কিনা চন্দ্রের দক্ষিণ মেরুতে  সফলভাবে ল্যান্ডিং  করেছে।ভারত সারা বিশ্বের মধ্যে চন্দ্রের দক্ষিণ মেরুতে পৌঁছার এক বিরল ইতিহাস গড়ে তুলল।

 

চন্দ্রযান-৩ কিভাবে সফট  ল্যান্ডিং করেছিল

নামার সময় ল্যান্ডার বিক্রম উলম্বভাবে নেমেছিল। এতে ইসরোর সমস্ত বিজ্ঞানী,টেকনিশিয়ান বা কলাকুশলীরা  আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ল্যান্ডার বিক্রম নামার সময়ের কিছুটা চিত্র বা প্যারামিটার আপনাদের সামনে উপস্থাপন করা হলো। 

Chandrayaan-3 Parameters Display

1.Horz.Velocity m/s

2.Vert.Velocity m/s

3.Altitude Km

4.Fine braking -Sequencer State

5.Nominal Sequence -Sequencer Sub State

যখন Altitude km কমে এসেছিল তখন Horz.Velocity m/s,Vert.Velocity m/s ও কমে এসেছিল। বিক্রম  যখন চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২০০ মিটার উপরে অবস্থান করছিল তখন ল্যান্ডার বিক্রম উলম্বভাবে সোজাসুজি নিচের দিকে আস্তে আস্তে নামে।এর আগে যদিও বহু  নভোযান ক্র‍্যাশ ল্যান্ডিং খেয়েছে কিন্তু এর ক্ষেত্রে তা হয় নি।   

ইসরোর  নতুন চেয়ারম্যান  রকেট বিজ্ঞানী এস সোমানাথ পৌঁছার আনন্দে  বক্তব্য  দিতে গিয়ে বলেন,"The Moon India is on the Moon."


রোভার প্রজ্ঞান  ইসরোতে কি কি  পাঠাল

ইতিমধ্যে সোলার   প্যানেলযুক্ত  রোভার  প্রজ্ঞান   চাঁদের মাটিতে বিচরণ করে পর্যবেক্ষণ করে  চন্দ্রের কিছু ছবি ইমেজ ক্যামেরা দিয়ে তুলে পাঠিয়েছে। সে পাঠিয়েছে যে,চাঁদের  মাটি সবুজ তবে কেন  সবুজ তা পরিষ্কার করে জানায় নি।

IN ENGLISH VERSION     

Chandrayaan-3 mission

India's Chandrayaan-3 lander Vikram successfully landed on the South Pole of the Moon on August 23 at 6:40 PM. The response to this has been the world's uproar and excitement and criticism from space lovers, curious scientists and the public.

Now India is the only country in the world which has successfully landed on the South Pole of the Moon. India is the first country in the world to reach the South Pole of the Moon. 

How did Chandrayaan-3 make a soft landing

During descent, the lander Bikram descended vertically. In this, all the scientists, technicians or workers of ISRO were working hard. Some images or parameters of the landing time of lander Vikram are presented before you.

Chandrayaan-3 Parameters Display

1.Horz.Velocity m/s

2.Vert.Velocity m/s

3. Altitude Km

4. Fine braking - Sequencer State

5.Nominal Sequence - Sequencer Sub State

When Altitude km decreased then Horz.Velocity m/s,Vert.Velocity m/s also decreased. When Vikram was only 200 meters above the surface of the Moon, the lander Vikram descended vertically straight down slowly. Although many spacecraft had crash landings before, this was not the case.

ISRO's new chairman, rocket scientist S Somanath, said, "The Moon India is on the Moon."


What did rover Pragyan send to ISRO

Meanwhile, the solar-paneled rover Pragyan has roamed the lunar surface and sent some pictures of the moon with its image camera. He sent that the soil of the moon is green but did not explain why it is green.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url